বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি ম্য়াচে একটা ঝুঁকি নিতে চেয়েছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। মূলত রিজার্ভ বেঞ্চকে দেখে নিতেই ফর্মে থাকা বিরাট কোহলি, লোকেশ রাহুলদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে শেষ টি-টোয়েন্টি ম্য়াচে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এই ঝুঁকি ইনদৌরে রোহিতের টিম ইন্ডিয়ার কাছে কার্যত ব্যুমেরাং হল। টস করতে এসেই ভারত অধিনায়ক জানালেন তাঁর আর এক সৈনিক আহত। তিনি আর্শদীপ সিং। সেখানেই যেন সবকিছু কেঁপে গেল।
এর নিট ফল হল, শুরু থেকে শেষ রিজার্ভ বেঞ্চ দেখতে গিয়ে সিরিজের শেষ ম্য়াচে ডুবল ভারত। সিরিজ জয় হয়ে গিয়েছিল। সুযোগ ছিল ঘরের মাঠে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার। উল্টে ৪৯ হারে হেরে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া। প্রথমে ব্য়াট করে তিন উইকেটে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে রুসো অপরাজিত ১০০। জবাবে ভারত অলআউট ১৭৮। প্রাপ্তি দীনেশ কার্তিকের ৪৬ রান। আর লোয়ার অর্ডারের সম্মিলিত ৬৮ রান।
পরীক্ষা-নিরীক্ষা যে হবে, ইঙ্গিত একটা ম্যাচ শুরুর আগেই মিলেছিল। কিন্তু তা বলে দীনেশ কার্তিকের নিচে সূর্য কুমার যাদব, এটা বোঝা যায়নি। অধিনায়ক শূন্য। বিরাটের বদলি শ্রেয়স এক। যাই হোক দশেরার আগে সিরিজ জিতে ভারত। এই প্রাপ্তি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে রাহুল দ্রাবিড়ের ভারত।