অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেই দলে চান তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে মাঠে নামার আগে একথা স্পষ্ট করে দিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ৯ জুন থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর পরামর্শ ছিল হার্দিককে অলরাউন্ডার হিসাবে ব্য়বহার না করতে। শাস্ত্রীর মত, বিশ্বকাপের আগে আপাতত হয় ব্যাট, নয় বল কিছু একটা করুক হার্দিক। কিন্তু ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় মনে করেন সদ্য শেষ হওয়া আইপিএলে যে ফর্মে হার্দিককে পাওয়া গিয়েছে, তা কোনও ভাবেই নষ্ঠ করা যাবে না। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসাবে হার্দিকের থেকে এই সিরিজে নতুন করে পারফরম্যান্স চান দ্রাবিড়।
শুধু হার্দিক নন, দলে ফিনিশার হিসাবে এই সিরিজে কার্তিকে চান ভারতীয় কোচ। দ্রাবিড়ের ইঙ্গিত থেকে স্পষ্ট গোটা সিরিজে প্রথম একাদশে থাকছেন দীনেশ কার্তিক। তবে প্রশ্ন হল উইকেটের পিছনে না সামনে, তা ম্যাচের আগে স্পষ্ট হতে পারে। কার্তিক, হার্দিকের উপর ভরসা রাখছেন দ্রাবিড়। সেই সঙ্গে তিনি আশাবাদী দলের তরুণ খেলোয়াড়দের উপরেও।
এই অবস্থায় এক নতুন রেকর্ডের সামনে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। দিল্লির ফিরোজ শাহ কোটলায় জীবনের শততম টি-টোয়েন্টি খেলতে নামছেন কিলার মিলার।