এবার টার্গেট পাকিস্তান। রবিবার সেই ম্যাচের আগে কৌশল সাজানোর কাজ শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার অন্দরে। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দুবাইয়ে প্রথম ম্যাচে কিছু বিষয় কাজে লেগেছে, কিছু লাগেনি। বিশেষ করে অধিনায়কের কপালের ভাঁজ পুরু করেছে প্রথম ম্যাচে হঠাৎ হতশ্রী ফিল্ডিং।
টস হেরে রোহিত দাবি করেছিলেন, এই মাঠে আলোর নিচে ব্যাট করা সহজ। কিন্তু অনেক প্রাক্তনই ভারত অধিনায়কের এই দাবির সঙ্গে একমত নন। তাঁদের মতে, বাংলাদেশের ২২৯ রান তাড়া করতে গিয়ে অনেক ভুলই ভারত করেছে। তা পাকিস্তান ম্যাচের আগে শুধরে নেওয়া উচিত। বিশেষ করে, একটা সোজা ম্যাচকে কঠিন করার কোনও প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না অহেতুক তাড়াহুড়ো করার।
প্রথম ম্যাচে দুই পয়েন্ট রোহিতের পকেটে। রবিবার ম্যাচের আগে এটা বাড়তি অক্সিজেন। কারণ, প্রথম ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। করাচি ছেড়ে তাদের খেলতে আসতে হবে দুবাইয়ে। এই পরিস্থিতিতে রোহিতের উদ্বেগ বাড়ছে দলের ক্যাচ ফেলার ঘটা দেখে।
তবে এসবের মধ্যেও প্রাপ্তি আন্তজার্তিক টুর্নামেন্টে মহম্মদ শামির কামব্যাক আর দুবাইয়ের এই মন্থর পিচে শুভমন গিলের এক অসাধারণ সেঞ্চুরি। যা পাক ম্যাচের আগে ভারতের কাছে স্বস্তি।