মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে রবিবার মোহালিতে পৌঁছল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের হেরে বিদায় নিয়েছে রোহিত ব্রিগেড। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
রবিবার পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকে। ছিলেন টিমের বাকি সদস্যরাও। কোভিড আক্রান্ত হয়ে বাদ পড়েছেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আসতে পারেন উমেশ যাদব।
অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি T20 সিরিজ ও একটি ওয়ানডে সিরিজ খেলবে টিম। তারপর T20 বিশ্বকাপের জন্য উড়ে যাবে অস্ট্রেলিয়া।