শ্রীলঙ্কার মাটি থেকেই ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দল তৈরি করে ফেলল টিম ইন্ডিয়া। চমকহীন এই দল থেকে বাদ গিয়েছেন সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক ভার্মা।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ক্রিকেটারদের নাম জানতে হবে। সেই মতো ১৫ জনের তালিকা তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সরকারি ভাবে এখন দলের ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন : বিশ্বকাপের দল কবে ? কী বলছে আগারকর অ্যান্ড কোম্পানি ?
ফিটনেস পরীক্ষায় পাস করিয়ে বিশ্বকাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে থাকছেন ইশান কিশান। মিডল অর্ডারে বিরাটের সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার, সূর্য যাদবরা।
তবে এই দলে সূর্য কতটা উদয় হবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ, রাহুল খেললে ইশানের খেলা হবে না। আর চার নম্বরে নামবেন শ্রেয়স।
রোহিতের পার্টনার শুভমন গিল। চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেদা, শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। তিন পেসার বুমরা, সামি এবং সিরাজ। একজন স্পিনার কুলদীপ যাদব।
মনে করা হচ্ছে চার তারিখ ভারত-নেপাল ম্যাচের পরেই সরকারি ভাবে বিশ্বকাপে ভারতীয় দলের ঘোষণা করা হবে। ইতিমধ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।
ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।