হাতে বাকি আর কয়েকদিন। তারপরেই ফের টেস্ট মোডে ফিরবে ভারতীয় ক্রিকেট। ঘরের মাঠেই টেস্ট ম্যাচে ফের অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। তবে এবার কোচের ভূমিকায়। প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু এবারের বাংলাদেশ একেবারে অন্যরকম। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে এবার ভারতে খেলতে আসছেন নাজিমুল হাসান শান্তরা। সঙ্গে আনছেন এক অশান্ত পেস বোলারকে। তাই মাঠে নামার আগে চেন্নাইয়ে একটু প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া।
আজ, শুক্রবার থেকেই চেন্নাইয়ে এই প্রস্তুতি শিবির শুরু করেছেন গুরু গম্ভীর। ইতিমধ্যেই ক্যাম্পে হাজির হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। প্রশ্ন হল কবে, এই ক্যাম্পে যোগ দেবেন দুই তারকা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ১৯ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগেই এই শিবিরে দেখা যাবে বিরাট এবং রোহিতকে।
তবে চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের আগে থেকেই বাংলাদেশ বধের ছক শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ে তাঁকে দেখা গিয়েছিল ব্যাট হাতে অনুশীলনে। গাইড হিসাবে পাশে পেয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে।
কিন্তু কিং কোহলি কোথায় ? জানা গিয়েছে, এই সময়ে তিনি লন্ডনে রয়েছেন। মনে করা হচ্ছে প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে প্রাক্তনরা মনে করছেন, এবার ঘরের মাঠে ভালই জমতে পারে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ। কারণ, পাকিস্তানকে হারানোর বাড়তি অক্সিজেন মাঠে নামবে বাংলাদেশ। উল্টোদিকে রোহিতের অস্ত্র নতুন পেস ব্যাটারে। যেখানে বুমরার নেতৃত্বে সিরাজ, আকাশদীপ এবং যশ দয়াল।