প্রথম ম্য়াচে লখনউয়ে হার। ধোনির শহর রাঁচিতে আজ ভারতের সিরিজ বাঁচানোর ম্য়াচ। গোড়ালি চোট পেয়ে ইতিমধ্য়েই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।
বৃষ্টি বিঘ্নিত লখনউ ম্য়াচে ভারত হেরেছে ৯ রানে। মূলত টপ অর্ডারের অহেতুর ধীর গতির ব্যাটিং ডুবিয়েছে টিম ইন্ডিয়া। ম্য়াচ হেরে এক কারণ ব্য়াখা দিতে পারেনি খোদ অধিনায়ক শিখর ধাওয়ান। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে ছিলেন। তাই রাঁচির মাঠে নতুন পরীক্ষা শিখরের কাছে।
টানা ক্রিকেটের জেরে চোট বাড়ছে টিম ইন্ডিয়ায়। যা আরও উদ্বেগ বাড়াচ্ছে দলের মধ্য়ে। সম্প্রতি চোট থেকে সুস্থ হয়েছেন কুলদীপ যাদব। তাঁরও বোলিং ফিঙ্গারে চোট রয়েছে। ধোনির শহরের বাইশ গজ মোটামুটি রানের প্যারাডাইস বলা চলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফিরতে হলে এই ম্য়াচে দ্রুত রান করতে হবে শুভমন গিল, ইশান কিষাণ দের।