রবিবার বিশ্বকাপের সবচেয়ে বড় ম্য়াচ। মেলবোর্নে টস হওয়ার আগে, মাঠের বাইরে চলছে অন্য় ভারত-পাক ম্য়াচ। ইতিমধ্যে যা নিয়ে জল অনেকটাই গড়়িয়েছে। গত কয়েকদিন আগে পাক বোর্ডের প্রেসিডেন্ট রামিজ রাজা জানিয়েছিলেন, আগামী বছর পাকিস্তানে হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্টে ভারতকে খেলতে আসতে হবে। ভারত যদি পাকিস্তানে না আসে, তা-হলেও তারাও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না। রাজাকে এবার একযোগে পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। তাঁরা দুজনেই জানিয়েছেন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। অনুরাগ ঠাকুর তো আবার জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে কাউকে আসতে হবে না। বাকিটা বিসিসিআই বুঝে নেবে।
সদ্য বোর্ডের দায়িত্ব নিয়েছেন রজার বিনি। বেঙ্গালুরুতে তিনি জানিয়েছেন, এই গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে। ভারতীয় দল পাকিস্তান যাবে কীনা, তা ঠিক করবে সরকার। বোর্ড শুধু সুপারিশ করতে পারে। কারণ, আগামী বছরের এশিয়া কাপ নিয়ে বোর্ডের অন্দরেই নাকি এখনও কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা। তার পরেই মাসেই ভারতের হবে ৫০ ওভারের বিশ্বকাপ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন, পাকিস্তানে নিরাপত্তাও একটা চিন্তার ব্য়াপার। তাই সব ব্য়াপারটাই খতিয়ে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।