পর পর দুটো ডবল সেঞ্চুরি। তার ইনাম আইসিসি-র ক্রমতালিকায়। প্রথম কুড়িতে জায়গা করে নিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি-র ক্রমতালিকা। সেই তালিকায় এখন ১৫ নম্বরে ভারতীয় ব্যাটার।
এবারের এই তালিকায় রয়েছেন আরও চার ভারতীয়। সাত নম্বরে রয়েছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১০ নম্বরে। দীর্ঘ দিন মাঠের বাইরে থাকলেও ১৪ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ।
বিশ্ব ক্রিকেটে এক নম্বর ব্যাটার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে।