নিয়মরক্ষার ম্যাচে গর্জে উঠলেন ভারতীয় ব্যাটসম্যানরা (Indian Batsman)। তিরুঅনন্তপুরমে সেঞ্চুরির কামব্যাক। গুয়াহাটির পর ইডেনে থমকে গিয়েছিল ব্যাট। কিন্তু ফের সেঞ্চুরি বিরাট কোহলির (Virat Kohli Century)। ১৬৬ রান করে অপরাজিত থাকলেন বিরাট। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন শুভমান গিল। জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৩৯০ রান তুলে নিল টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান। মাত্র ১১০ বলে ১৬৬ রান এল বিধ্বংসী বিরাটের ব্যাট থেকে। ৪২ রান করে ফেরেন রোহিত শর্মা। ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়স আইয়ারও।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম সেঞ্চুরি, ঘরের মাঠে সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি
দীর্ঘদিন পর টিমে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। ৪ বলে ৪ রান করেন তিনি। ৭ রানে ফেরেন কেএল রাহুলও।