অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই ভারতের কাছে হারল বাংলাদেশ। ৮৪ রানের ব্যবধানে হেরে যায় তারা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যট করে ২৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানেই অল আউট হয়ে যায় মাহফুজুর রহমান রাব্বির দল। ম্যাচের সেরা হয়েছেন আদর্শ সিং।
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবার একপ্রকার প্রতিশোধ নিল ভারত। শুরুতে ভালো খেললেও প্রথম উইকেট পড়তেই ছন্দ হারায় টাইগাররা। মাত্র ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেল বাংলাদেশ টিম।