সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংস। আর তাঁকে যোগ্য সঙ্গ দিলেন কে এল রাহুল। রাহুল-সূর্য জুটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে নিল ভারত। তবে সেমিফাইনালের আগে চিন্তা বাড়ালেন অধিনায়ক রোহিত শর্মা। এদিনও রানে ফিরতে পারেননি। ১৩ বলে ১৫ রান করে আউট হয়ে যান তিনি।
এদিন ওপেনার কে এল রাহুলের ব্যাটে আসে ৩৫ বলে ৫১ রানের ইনিংস। ২৫ বলে ২৬ রান করে ফেরেন বিরাট। বিরাট ফেরার পরই ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। মাত্র ২৫ বলে ৬১ রান তোলেন তিনি। তাঁর ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি সাজানো ছিল। দীনেশ কার্তিকের পরিবর্তে টিমে আসেন ঋষভ পন্থ। তবে পন্থও সাফল্য পাননি। ১৮ বলে ১৮ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। অপরাজিত ছিলেন সূর্যকুমার।
আরও পড়ুন: বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার হারের পর ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। অন্যদিকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তানও। সেমিফাইনালের মহড়া ম্যাচ হিসেবেই নেমেছিল ভারত। কিন্তু রোহিতের ব্যাটিংয়ে দুশ্চিন্তা বাড়ল। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ৪ ম্যাচে ব্যার্থ রোহিত। পাকিস্তান ম্যাচে করেছেন ৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ ও বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ব্য়াট থেকে এসেছে ২ রান। একমাত্র নেদারল্যান্ডস ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছেন হিটম্যান।