অস্ট্রেলিয়ার বিপরীতে চিরকালীন 'আন্ডার ডগ' টিম ইন্ডিয়া। তবে, গত দুটি সফরে পরিস্থিতি কিছুটা হলেও বদলে গিয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিনিয়ে নেয় ভারত। তার পরের সিরিজেও নিজেদের দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। বি-টিম নিয়ে জিতে ফিরেছিল ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার হ্যাটট্রিকের লক্ষ্য। কিন্তু পরিস্থিতি নাকি বদল হবে। অন্তত এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার।
সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট অয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। কিন্তু মোটেই এই জয় সহজ হবে না। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন প্রাক্তন কিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর কথায়, একটি সিরিজ হারের প্রভাব যদি পরবর্তী সিরিজে পড়ে, তাহলে অস্ট্রেলিয়া সিরিজের আগে নিউজিল্যান্ডের হারের প্রভাব পড়বে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে।
গিলক্রিস্ট আরও বলেন, ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেরাই কঠিন প্রশ্নের মুখে। তবে প্রত্যাশা করা যায় না যে ভারতকে সহজেই হারানো যাবে। তবে ঘরের মাঠে হেরে যাওয়ার ব্যাপক প্রভাব পড়বে। একই সঙ্গে তিনি জানান, ঘরের মাঠে শেষ বার ভারত কবে এমন বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত তা নাকি মনেই করতে পারছেন না তিনি।
একই সুর অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারের গলায়ও। তবে এর পাশাপাশি তিনি নিজের দলকে সতর্কবার্তাও দিয়ে দিয়েছেন। তাঁর কথায়, অজি টিমে তিন বিশ্বমানের পেসার, দুর্দান্ত স্পিনার রয়েছে যাঁদের সামনে তিনি একজন ব্যাটার হিসেবে স্নায়ুর চাপে ভুগবেন। তবে, ভারতীয় দলের জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে সামলে দিতে পারলে বড় রান তোলা সম্ভব হবে।
আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। সদ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধরাশায়ী হয়েছে ভারত। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামার বেশ আগে থেকেই প্রস্তুত হচ্ছে ভারতীয় দল।
তাই কোনও ঝুঁকি না নিয়ে অনেক আগে থেকেই সে দেশে ক্রিকেটার পাঠাতে শুরু করেছে ভারতীয় দল। আগে থেকেই অস্ট্রেলিয়ায় রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলও।
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা হয়নি মহম্মদ শামির। চোটের কারণে এখনই দেশের জার্সি গায়ে গলাতে পারছেন না এই স্পিডস্টার। এমনকি এও শোনা যাচ্ছে, ২২৯টি টেস্ট উইকেটের মালিক মহম্মদ শামি নাকি আর লাল বল খেলবেন না। এবার তিনি মনোনিবেশ করবেন সাদা বলেই।
এও শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী বাংলার এই জোরে বোলার চোটের কারণে আর শারীরিক ধকল নিতে পারছেন না। সেই কারণেই লাল বলের ক্রিকেট নিয়ে আর ভাবছেন না তিনি। মনে করা হচ্ছে, তাই কেরিয়ারের বাকি সময়টা সাদা বল খেলতেই দেখা যাবে তাঁকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে সিরিজ হেরেছে ভারত। এই হার টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নে ধাক্কা দিয়েছে। পয়েন্ট তালিকায় প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন রোহিত ব্রিগেড। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।