নাগপুরে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এবার হায়দরাবাদে তৃতীয় T20 ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আবহাওয়া দফতরের রিপোর্ট, রবিবার ম্যাচের দিন সকালে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেল ৫টার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। নাগপুরে টিমে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবু বোলিং লাইন আপ নিয়ে চিন্তা যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। দ্বিতীয় ম্যাচে সাফল্য পাননি যুজভেন্দ্র চাহাল ও হর্ষল প্যাটেল। তৃতীয় ম্যাচে তাঁদের ফর্মে ফেরার দিকে তাকিয়ে থাকবেন অধিনায়ক। দুটি ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন চাহাল। মাত্র ৪ ওভার ২ বল করে দিয়েছেন ৫৪ রান। এদিকে ডেথ ওভার স্পেশালিস্ট হর্ষল প্যাটেল চোট কাটিয়ে ফিরেছেন। এখনও ফর্মে ফিরতে কয়েকটি ম্যাচ লাগবে। ঋষভ পন্থের বদলে টিমে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন: রাজার বিদায়ে চোখে জল রাফা-জোকারের, ফেডেরার চিরন্তন
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা, যুজভেন্দ্র চাহাল।