ফাইনালে ওঠার মাঝে আর মাত্র একটি ম্যাচ। বৃহস্পতিবার T20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে পাকিস্তান। সেমিফাইনাল জিতলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সেমিফাইনালে চোট পেয়ে অনিশ্চিত ইংরেজ ক্রিকেটার মার্ক উড। T20 বিশ্বকাপে প্রায় ১০ বছর পর নামছে ভারত-ইংল্য়ান্ড। বিশ্বকাপের মঞ্চে লড়াই একেবারেই আলাদা। এদিকে ভারতীয় দলে একাধিক ক্রিকেটার ফর্মে নেই। দীনেশ কার্তিকের পরিবর্তে ফের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। ফর্মে নেই অধিনায়ক রোহিত শর্মাও। বড় ম্যাচে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা, তার দিকেও নজর থাকবে। গত কয়েক ম্যাচে দুর্ধর্ষ ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দিকেও নজর থাকবে। এবারT20 বিশ্বকাপে তিনটি হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে।
আরও পড়ুন: ধর্ষণের পর এবার হাতাহাতি, আরও এক শ্রীলঙ্কার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে
সেমিফাইনালে অনুশীলনের সময় চোট পান বিরাট কোহলি। বিরাট জানিয়েছেন, তিনি সুস্থ। রোহিত শর্মাও অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। তবে হিটম্যান জানান, সেমিফাইনালের জন্য তিনি প্রস্তুত। প্রথম একাদশে সুযোগ পেলেও সাফল্য পাননি অক্ষর প্যাটেল। সেমিফাইনালে সুযোগ পেতে পারেন যুজভেন্দ্র চাহাল। থাকছেন তিন পেসার হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।