গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ানডে-তে ৬৭ রানে জিতেছে ভারত। ইডেন গার্ডেন্সে বেশ হালকা মেজাজে টিম ইন্ডিয়া। বুধবার দুপুরেই কলকাতা পৌঁছে যান টিমের সদস্যরা। ইডেনে ২০১৭ সালের পর প্রথম ওয়ানডে ম্যাচ। ইতিহাস তৈরি করার অপেক্ষায় টিম ইন্ডিয়া।
বুধবার টিমের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিন। এদিন কোনও অনুশীলনও রাখেনি দল। শহরে আসার পর দ্রাবিড়ের জন্মদিন পালন করে টিম। গত ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি কুলদীপ যাদব। টিমে একসঙ্গে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত ম্যাচে সেঞ্চুরিও করেছেন বিরাট। পয়া ইডেনে রোহিতের ব্যাট সেঞ্চুরি চাইছেন অনুরাগীরা।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামছেন লিওনেল মেসি, কখন খেলা পিএসজি-র, জেনে নিন
ইডেনে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ৫০ রানে জেতে ভারত। ২০২০ সালে আন্তর্জাতিক ম্যাচ পেলেও, কোভিডের জন্য ম্যাচ আয়োজন করা যায় নি। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ইডেন গার্ডেন্সে হারতে হয় ভারতকে।