পাকিস্তান ম্যাচে হারের পর সুপার ফোরের লড়াইয়ে ভারতের সামনে শ্রীলঙ্কা। আগে থেকেই টিমে ছিলেন না জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। প্রথম দুটি ম্যাচে খেলার পর চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন টিম হবে, সেটাই চিন্তা টিম ইন্ডিয়ার।
রবিবার পাকিস্তান ম্যাচে নড়বড়ে ছিল ভারতের বোলিং লাইন আপ। জাদেজার না থাকায়, বোলিং লাইন আপ নিয়ে আরও একটু ভাবনাচিন্তা করতে হবে ভারতকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পাঁচ বোলার এনে টিমে ব্য়ালেন্স ফেরানো উচিত কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার। পাকিস্তান ম্যাচে ভুবনেশ্বর কুমার সেভাবে সাফল্য পাননি। হার্দিকও অনেক রান খরচ করে এসেছেন। এশিয়া কাপে এখনও সেরা পারফরম্যান্স করতেই পারেননি যুজভেন্দ্র চাহাল। রবিবার জ্বরের জন্য বাদ পড়েছিলেন আবেশ খান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টিমে ফিরতে পারেন তিনি। অক্ষর প্যাটেলকেও টিমে আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
তবে বোলিংই টিমের একমাত্র চিন্তার কারণ নয়। টপ অর্ডারে বড়় পার্টনারশিপ নেই। রোহিত ও রাহুল বড় রান না করলে, মিডল অর্ডারে চাপ বাড়ছে। বিরাট কোহলি দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের আশায় থাকবেন বিরাটও।