শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকের নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া। কে ওপেন করবেন, ম্যাচের আগেই জানিয়ে দিলেন অধিনায়ক হার্দিক।
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে টিম ইন্ডিয়া। হার্দিক জানান, শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন ইশান কিষান। প্রথমবার একদিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক। এবারই ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ। ১২ বছর পর ঘরের মাঠে ফিরছে বিশ্বকাপ। শেষবার এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার অস্ট্রেলিয়া সিরিজ তারই যেন প্রস্তুতি।
ঘরের মাঠে অস্ট্রেলিযার বিরুদ্ধে শেষ ৬টিম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে ভারত। ২০১৯ সালে শেষ বার ভারতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ৩-২ ব্যবধানে হারতে হয় ভারতকে।