ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছে ঋষভ পন্থের ভারতকে (Team India)। মঙ্গলবার বিশাখাপত্তনমে জিতলেই সিরিজ জিতে নেবে দক্ষিণ আফ্রিকা (South Africa)। তাই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার।
অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু T20 বিশ্বকাপ (T20 World Cup)। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ ছিল ভারতের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। আইপিএলে খারাপ ফর্মের পর বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। শেষ মুহূর্তে চোট পেয়ে বাদ পড়েন অধিনায়ক কেএল রাহুলও। নতুন অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ। একমাত্র ভাল ফর্মে আছেন ইশান কিষাণ। প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৬ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৩৪ রান করেছেন তিনি।
আরও পড়ুন: মঙ্গলবার যুবভারতীতে অগ্নিপরীক্ষা সুনীলদের, হংকংকে হারালেই যোগ্যতা অর্জন
এদিকে ভারত সফরে এসে দারুণ ফর্মে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে দারুণ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে মিলারের সঙ্গী ছিলেন রাসি ভ্যান ডার ডাসেন। দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার ধারাবাহিক পারফরম্যান্সই ভাইজ্যাগে চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার।