কম রানে প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ভারতের (Team India)। তবে বোলারদের দাপটে ম্যাচে ফিরল ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ১৩ রানে এগিয়ে থাকলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
ভারতীয় বোলারদের দারুণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল ২১০ রানে। বুমরাহ (৫-৪২) (Jasprit Bumrah), মহম্মদ শামি (২-৩৯) (Mohammed Shami), উমেশ যাদব (২-৬৪) (Umesh Yadav), শার্দূল ঠাকুর (১-৩৭) প্রোটিয়াদের ভাঙলেম।
কেপ টাউনে তৃতীয় টেস্টে ভারত (India) প্রথম ইনিংসে করেছিল ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা (South Africa) শুরুতেই ১ উইকেট হারায়। প্রথম দিনের শেষে তাদের রান ছিল এক উইকেটে ১৭। শেষ অবধি ২১০ রানে অল আউট হয় তারা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়েছে ভারত। আউট হয়েছেন ২ ওপেনার।
আরও পড়ুন: Shane Warne: এ মাসেই মুক্তি পাবে শেন ওয়ার্নের জীবনী নিয়ে বানানো তথ্যচিত্র
বুধবার একটি ব্যক্তিগত নজির গড়লেন বিরাট কোহলি। শততম ক্যাচ ধরলেন তিনি।