খেলা চলছে। উইকেট রক্ষক ছিলেন কে এল রাহুল। আচমকাই ১৫ ওভার পর তাঁর বদলে মাঠে দেখা গেল ঈশান কিশনকে। যা দেখে অনেকেরই মনে হবে কেন ভারতীয় দলে এহেন পরিবর্তন? এমন আগে কোনও ম্যাচে তো দেখা যায়নি। আসলে আইসিসির নতুন নিয়ম লাগু হয়েছে। যেখানে উইকেট কিপার কোনও কারণে মাঠ ছাড়লে তাঁর বদলে অন্য উইকেটরক্ষক মাঠে নামতে পারবেন।
কোনও ফিল্ডার খেলার মাঝে বিশ্রামে গেলে তাঁর পরিবর্তে ফিল্ডার নামানো হয়। কিন্তু উইকেটরক্ষক নামানোর কোন নিয়ম ছিল না এত দিন। আগে উইকেটরক্ষক মাঠ ছাড়লে তাঁর পরিবর্তে দলের কাউকেই দস্তানা পড়ে দাঁড়াতে হত। কিন্তু এই নতুন নিয়মে প্রথম একাদশে না থাকলেও অনায়াসে মাঠে নামা যাবে।
আরও পড়ুন - ভারতে বিশ্বকাপের দাম ৯৬৩ কোটি টাকা, কর ছাড় না পেলে গুনতে হবে ভারতীয় বোর্ডকে