আজ, রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মুম্বইয়ে বিশ্রাম পর্ব সেরে এই ম্যাচে ফের ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেই সিরিজ গুটিয়ে নিতে চায় টিম ইন্ডিয়া। কিন্তু সিরিজ জিতলেও যে বিশেষ লাভ হবে এমনটা নয়। কারণ, আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলে কোনও পয়েন্ট পাবে না ভারত। কারণ, বিশ্বকাপের আয়োজক হিসাবে তারা ইতিমধ্যেই যোগত্যা অর্জন করেছে। ফলে বিশ্বকাপে আগে এই সিরিজকে কার্যত নিয়মরক্ষার বলেই দাবি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
মুম্বইয়ে পাঁচ উইকেটের জয়ের পর বিশাখাপত্তনমেও নজর এখন একমাত্র লোকেশ রাহুলের দিকে। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু ওয়াংখেড়েতে তাঁর দুরন্ত ৭৫ এবং জাডেজার লড়াই ভারতকে সিরিজে এগিয়ে রেখেছে। একইসঙ্গে প্রাক্তনরা বলছেন, ঋষভ পন্থের জায়গায় বিশ্বকাপের আগে উইকেট-কিপার হিসাবেও বাকিদের থেকে এগিয়ে থাকবেন রাহুল। মাঠে নামার আগেই মহম্মদ শামির হুঁশিয়ারি, ভারত এখন আর অস্ট্রেলিয়াকে ভয় পায় না। কারণ, ভারত এখন অস্ট্রেলিয়াতে গিয়েও জিতে আসেন।
এই অবস্থায় অস্ট্রেলিয়া দলে বেশ কিছু রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে, রবিবাসরীয় বিশাখাপত্তনমেই সিরিজ ফয়সালা করতে চায় টিম ইন্ডিয়া। কারণ, এবার আইপিএল আসছে।