ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। বিশ্বকাপের আগে কি সত্যিই রবিচন্দ্রণ অশ্বিনের কাছে এটাই শেষ সুযোগ ? সমালোচকদের এই প্রশ্ন কিন্তু মানতে ছাইছেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে, রবি অশ্বিন সবসময় তাঁর পরিকল্পনার মধ্যেই আছেন। তাই, তাঁকে আলাদা করে দূরে সরিয়ে রাখার কোনও কারণ নেই।
এশীয় সেরা হওয়ার পর আজ, শুক্রবার মোহালিতে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, সব কিছু জেনে বুঝেই এই সিরিজের প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে নতুনদের একবার দেখতে চান তিনি।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলে সেরার সেরা হবে ভারত । একটা জয়, ক্রিকেটের সব ফরম্যাটে নম্বর ওয়ান পজিশনে চলে যাবে ভারত । বর্তমানে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া । যদি শুক্রবার রাতে মোহালিতে অজিজের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে তাঁরা অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত ।