মোহালি থেকে শুরু ভারতের বিশ্বকাপের প্রস্তুতি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে ভারত অধিনায়ক কেএল রাহুল। আট তারিখ চেন্নাই ম্যাচের আগে একেবার নতুন দল ভারতের। বিশ্বকাপের আগে ঝালিয়ে নেওয়া হবে শ্রেয়স আইয়ার এবং সূর্য যাদবকে।
এই সিরিজের প্রথম দুটি ম্যাচে রোহিত, বিরাটদের বিশ্রাম দেওয়া হলেও, বিশ্বকাপের আগে দেখে নেওয়া হবে বুমরা, শামি, সিরাজদের। এই সিরিজ খেলতে নামার আগেই আইসিসির নতুন তালিকায় বিশ্বের এক নম্বর একদিনের বোলার মহম্মদ সিরাজ। তাই তাঁর উপর বিশেষ নজর থাকবে।
উল্টোদিকে অস্ট্রেলিয়াও তৈরি। কারণ, বিশ্বকাপে তাদের যুদ্ধ শুরু হবে ভারতের বিরুদ্ধেই। সদ্য দক্ষিণ আফ্রিকা থেকেই ভারতে এসেছেন প্যাট কামিন্সরা। চেন্নাইয়ে বড় যুদ্ধের আগে এই সিরিজ জিততে চায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।