আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু হতে চলেছে। টেস্ট ফরম্যাটে হেড স্যার হিসেবে এটাই গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। শোনা যাচ্ছে, এই সিরিজে দেখা যেতে পারে বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে।
শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কারা কারা মাঠে নামবেন তা নাকি সাজিয়ে ফেলেছেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর ও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আর সূত্র অনুযায়ী, এই সিরিজের হাত ধরেই দীর্ঘ সময় পর লাল বলে ফিরবেন বিরাট।
চলতি বছরের জানুয়ারি মাসে শেষ বলে লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এরপরে আর খেলেননি কিং। শোনা যাচ্ছে, এই ফরম্যাটে ফের ব্যাট হাতে মাঠে নামবেন তিনি। অন্যদিকে, গাড়ি দুর্ঘটনার চোট সামলে আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছেন ঋষভ পন্থ। এবার দীর্ঘ দু'বছর পর লাল বলের ক্রিকেটেও দেখা যেতে পারে তাঁকে।
কেমন হতে পারে দল?
ভারতের ওপেনিং জুটি হবেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে শুভমন গিল আর চার নম্বরে নামবেন বিরাট কোহলি। এছাড়াও দলে দেখা যেতে পারে, সরফরাজ খান, দেবদত্ত পড়িক্কল, উইকেট রক্ষক ধ্রুব জুরেল, শ্রীকর ভরত।
এছাড়াও দলে থাকতে পারেন ভারতের তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেল। দেখা যেতে পারে কুলদীপকেও। আর পেসার হিসেবে দেখা যেতে পারে আর্শদীপ সিংকে।