দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অনেকটাই এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারত এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ৩৭৫ রানে। প্রায় এক বছর বাদে টেস্ট ক্রিকেটে শতরান করলেন শুভমন গিল। ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত বুমরাহ। অন্যদিকে, তৃতীয় দিনের শুরুতেই ডান পায়ের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। যদিও, বিশেষজ্ঞদের মতে, জো রুটের বেরিয়ে যাওয়া ইংল্যান্ড টিমের পক্ষে খুব বেশি ক্ষতিকর হবে না।
অন্যদিকে, রবিবার বেন স্টোকসদের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তিন নম্বর সেঞ্চুরি শুভমান গিলের। ভারতকে বড় লিড নিতে সাহায্য করলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরের মার্চে শেষ শতরান করেছিলেন। তারপর টেস্টে শুভমনের তৃতীয় শতরানটি এল রবিবার।