প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের(INdia vs South Africa 5th T20 Match) পঞ্চম তথা শেষ নির্ণায়ক ম্যাচটি। এর জেরে সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে যুগ্মজয়ী ঘোষণা করা হল।
ঘরের মাঠে দলকে নেতৃত্ব দিয়ে কি সিরিজ জেতাতে পারবেন ঋষভ পন্থ(Rishabh Pant), নাকি সফরকারী দক্ষিণ আফ্রিকাই হাসবে শেষ হাসি? এই উত্তরের জন্য রবিবার মুখিয়ে ছিল গোটা দেশ। কিন্তু বাধ সাধল বৃষ্টি। ভেস্তে গেল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের শেষ নির্ণায়ক ম্যাচ। অতএব ২-২ হয়েই শেষ হল সিরিজ।
চলতি টি টোয়েন্টি সিরিজে প্রথম চারটি ম্যাচে টস ভাগ্য ঋষভ পন্থের প্রতি সুপ্রসন্ন ছিল না। শেষ ম্যাচেও বিষয়টির অন্যথা হল না। দক্ষিণ আফ্রিকার(South Africa) অধিনায়ক এদিনের ম্যাচেও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এমনিতেই এক ওভার করে কমে যায়। ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারে।
ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন ঈশান কিশান(Ishan Kishan) ও রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad)। যদিও মাত্র ১৫ রানেই স্টাম্প উড়ে যায় কিশানের। আউট হয়ে যান রুতুরাজও। তবে তারপর আর এক বলও গড়ায়নি এদিনের ম্যাচে (India Vs South Africa)।
আরও পড়ুন- Shah Rukh Khan : এবার মহিলা ক্রিকেট দলের মালিক শাহরুখ খান, CPL-এ খেলবে কিং খানের দল
এই সিরিজে প্রথম দিকে ব্যাকফুটে ছিল ভারত(India)। দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে হারে। কটকের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা জয় তুলে নেয় মাত্র ৪ উইকেটে। ৫ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়লে সিরিজের(India vs South Africa T20 Series) ফেরা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে অসাধ্য সাধন করে দেখায় ভারত। বিশাখাপত্তনমে জয় তুলে নেয় ৪৮ রানে ও রাজকোটে ৮২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সিরিজ ২-২ সমতায় আসায় বেঙ্গালুরুর পঞ্চম তথা শেষ ম্যাচটি ছিল কার্যত দুই দলের কাছে ফাইনাল। কিন্তু সেই ফাইনালই ভেস্তে গেল বৃষ্টিতে।