সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ভুগিয়েছে বৃষ্টি। ৯০ ওভারের বদলে মাত্র ৫৯ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা কতটা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার বৃষ্টি আরও বাড়বে।
অ্যাকিউওয়েদারের পূর্বাভাস বলছে, বুধবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরিয়নে ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। গোটা দিনই আকাশ মেঘলা থাকবে। সকাল থেকে বৃষ্টি হবে। বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত সামান্য স্বস্তি থাকবে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেল ৪টে থেকে আরও এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে টেস্ট শুরু হওয়ার কথা। প্রথম দিনই ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে আছেন কে এল রাহুল। ৭০ রান করে অপরাজিত তিনি।