বুমরাকে নিয়ে বিড়ম্বণা। ইশান কিষানের প্রথম একাদশে জায়গা পাওয়া ঘিরে প্রশ্ন। এই আবহেই আজ গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করতে চলেছে ভারত। এই সিরিজ থেকেই কার্যত বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে রোহিত শর্মাদের সামনে। মাঠে নামার আগে অবশ্য ভারত অধিনায়কের সামনে প্রশ্ন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি আর সক্রিয় ভাবে থাকবেন কীনা ? উত্তরে রোহিতের জবাব, একজন ক্রিকেটারের পক্ষ সব ম্যাচ খেলা সম্ভব নয়। তাই হার্দিকের হাতে ব্যান্টন তুলে দিতে তাঁর কোনও সমস্যা নেই।
প্রথমে বুমরাকে দলে রেখে, পরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে আপাতত নতুন বিতর্কে ভারতীয় ক্রিকেট। চোট না থাকলেও ইশান কিষানের জন্য কার্যত জায়গা নেই বলে ম্যাচের আগের দিন জানিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ইশানের ডবল সেঞ্চুরির পরেও, ঝাড়খণ্ডের এই ক্রিকেটারকে কী ভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে বেশ চিন্তায় রোহিত।
এই পরিস্থিতির মধ্যে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ কিছু রেকর্ড মাথায় নিয়েই মাঠে নামছেন বিরাট কোহলি। এই ম্যাচে একটি শতরান করলে তিনি ভেঙে দেবেন ঘরের মাঠে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড। এদিকে আজকের ম্যাচের জন্য হাফ ডে ছুটি ঘোষণা করেছে অসম সরকার।