হায়দরাবাদে রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভারে বাকি ছিল ২০ রান। বল করতে আসেন শার্দুল ঠাকুর (Sharul Thakur)। প্রথম বলই ওভার বাউন্ডারি। পরের বল ওয়াইড। মনে হয়েছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু দ্বিতীয় বল ইয়র্কার। এলবিডব্লিউ হয়ে ফিরলেন মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। নিজামের শহরে ১২ রানে জয় টিম ইন্ডিয়ার (Team India)।
শুভমান গিলের ডাবল সেঞ্চুরি (Subhman Gill Double Century) ও ৩৫০ রানের টার্গেট। ম্যাচ যে এত হাড্ডাহাড্ডি হবে, ভাবতে পারেনি অনেকেই। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। ৫৭ রানের ইনিংস আসে মিচেল সান্তনারের ব্যাট থেকে। ১০২ বলে ১৬২ রানের পার্টনারশিপ করে কিউয়ি জুটি। ১৪০ রান করেন ব্রেসওয়েল। ৪ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের, তৈরি হল একাধিক রেকর্ডও
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেনার শুভমান গিলের ঝোড়ে দ্বিশতকে ভর করে ৩৪৯ রান তোলে ভারত। ঘরের মাঠে স্কোরবোর্ডে এত বড় রান। সহজ জয়ই আশা করা হয়েছিল। ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েও ফেলেন কিউয়িরা। অধিনায়ক টম ল্যাথাম ফেরার পরই ক্রিজে টিকে যান ব্রেসওয়েল। শেষ ওভারে ১২ রান বাকি ছিল। সেই সময় শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফিরলেন তিনি। অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডও।