এশিয়া কাপের ফাইনালে সহজ জয় টিম ইন্ডিয়ার। মাত্র ৫০ রানে অলআউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দুঘণ্টাও ক্রিজে দাঁড়াতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মাত্র ১৫.২ ওভারে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। মাত্র ৬ ওভার ১ বলে ম্যাচ শেষ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারত অধিনায়ক রোহিতও চেয়েছিলেন, প্রথমে ব্যাট করুক ভারত। কিন্তু টস হারে ভারত। প্রথম ওভার থেকেই বিধ্বংসী বোলিং করেন ভারতের পেসাররা। পাঁচ শ্রীলঙ্কার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি। কুশল মেন্ডিস ১৭ রান করেন। দুষন হেমন্ত ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে খেলা শেষ করে আসেন ইশান কিষাণ ও শুভমান গিল।
বিশ্বকাপের আগে এই ফাইনালে অনেকগুলো রেকর্ড তৈরি করল ভারত ও শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি সপ্তম সর্বনিম্ন স্কোর। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। ক্রিকেটবিশ্বে সবথেকে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে জিম্বাবোয়ের। ১৮ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যায় তাঁরা।