বর্ডার-গাভাসকর ট্রফি ভারতেরই। পঞ্চম দিনে খেলা শেষের এক ঘণ্টা আগেই আমেদাবাদ টেস্ট ড্র ঘোষণা হয়ে গেল। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২-১-এ সিরিজ জিতল ভারত। লাঞ্চের কিছু আগেই ঠিক হয়ে গিয়েছিল, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে।
কারণ ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের চওড়া ব্যাটে মসৃণ হয় রোহিত শর্মাদের ওভালের রাস্তা। ফলে তখনই বোঝা যায় আমেদাবাদ টেস্টের আর কোনও ভবিষ্যৎ নেই। তাই ম্যাচের এক ঘণ্টা আগেই দুই অধিনায়কের সম্মতিতেই এই টেস্ট ড্র ঘোষণা করা হয়।
অঙ্ক ছিল, যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতে শ্রীলঙ্কা। তাহলে বিশ্ব টেস্টের ফাইনালে উঠতে পারছে না ভারত। সেই অঙ্ক মিলল না। কারণ, ক্রাইস্টচার্টে কেন উইলিয়ামসনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাধে প্রথম টেস্টে দু উইকেটে জিতল নিউজিল্য়ান্ড। দুই ম্যাচের সিরিজে আপাতত ১-০ এগিয়ে গেল কিউরা। ফলে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের এই ঘটনা, বদলে দিল ভারতীয় ক্রিকেটের ভাগ্যকে।
ফলে ৭ জুন, ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্টের ফাইনালে টস করতে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স নাকি স্টিভ স্মিথ, কে দাঁড়াবেন রোহিতর উল্টোদিকে, তা পরে ঠিক হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।