মধ্যাহ্নভোজের আগেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরার দাপট। দ্বিতীয় ইনিংসে ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে দাঁড়াতেই পারলেন না সাকিব আল হাসানরা। একাই ৬ উইকেট তুলে নিলেন তিনি। ৫১৫ রানের বোঝা মাথায় নিয়ে ২৩৪ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের ব্যাট থেকে এল ৮২ রান। তিনি আউট হতেই পরপর উইকেট পতন। এই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
শনিবার টেস্টের তৃতীয় দিন ভারতের হয়ে সেঞ্চুরি করেন শুভমান গিল ও ঋষভ পন্থ। ভারত ২৮৭ রান করে ডিক্লেয়ার দেয়। ৫০০-এর বেশি টার্গেট মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল করলেও পরপর উইকেট হারায় বাংলাদেশ। জাকির হোসেন, সাদমান ইসলাম, মমিনুল হক ও মুসফিকর রহিমকে ফেরান জসপ্রীত বুমরা ও অশ্বিন। রবিবার সকালে সাকিবের উইকেট তুলে নিয়ে ফের বাংলাদেশকে ব্রেক দেন অশ্বিন। লিটন দাসকে ১ রানে ফেরান রবীন্দ্র জাদেজা। জাদেজা-অশ্বিনের স্পিন আক্রমণে কার্যত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৬ উইকেট পেলেও ৩ উইকেট তুলে নিলেন জাদেজাও। এক উইকেট অশ্বিনের।
চেন্নাই টেস্টে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। হাল ধরেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরি করেন অশ্বিন। ৮৬ রানে ফিরতে হয় জাদেজাকে। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। ৫ উইকেট নেন বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট পান জসপ্রীত বুমরা। ২টি করে উইকেট পান মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।