বোলিং দিয়েই পাকিস্তানকে জবাব ফিরিয়ে দিল ভারত। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে T20 বিশ্বকাপের ম্যাচে ৬ রানে জিতে কার্যত সুপার এইটের পথে টিম ইন্ডিয়া। রোহিতের হাসি চওড়া করলেন বুমরা অ্যান্ড কম্পানি। রিজওয়ানের আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। ১৪-২০ ওভারের মধ্যে পাকিস্তানকে আটকে দিল ভারতীয় বোলিং গোলা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ১৩ রান করে। ৪ রান করে আউট হন আইপিএলে ফর্মে থাকা ওপেনার বিরাট কোহলি। তিন নম্বরে নেমে ঋষভ পন্থ ভাল খেললেও, তাঁর পাঁচটির বেশি ক্যাচ মিস করেছেন আফ্রিদি-ফাখররা। ২০ রান করে অক্ষর প্যাটেল। কিন্তু ৭ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। ৩ রান করে ফেরেন শিবম দুবে। ৭ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাটে। খাতাই খুলতে পারেননি রবীন্দ্র জাদেজা। ৯ রান করেন আর্শ্বদীপ সিং ও ৭ রান মহম্মদ সিরাজের।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমকে ফেরান জসপ্রীত বুমরা। অক্ষর প্যাটেল ফেরালেন উসমান খানকে। হার্দিকের ডেলিভারিতে ফেরেন ফাখর জামান। কিন্তু একদিকে একা কুম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন মহম্মদ রিজওয়ান। বুমরার বলে রিজওয়ান ফিরতেই খেলা ঘুরে যায়।