কেরিয়ারের প্রথম একদিনের শতরানে ভারতকে সিরিজ দিলেন ঋষভ পন্থ। ওল্ড ট্রাফোর্ডে তাঁর ব্য়াটেই বিলেতের মাটিতে একদিনের সিরিজ জিতল রোহিত শর্মার ভারত। ১২৫ রান করে অপরাজিত ঋষভ। রবিবারও ছিল সেই ধুঁকতে থাকার কাহিনি। রোহিত, ধাওয়ান, বিরাটদের প্রস্থানের গাঁথা। সেখানকে ইংরেজদের সব স্বপ্নে জল ঢালল ঋষভ-হার্দিক জুটি। ম্যানচেস্টারে তাঁদের ১২৩ রানের পার্টনারশিপ ম্য়াচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। একদিনের ক্রিকেটে প্রথম শতরান মাঠে রেখে এলেন হার্দিক। ৭১ রানে আউট হলেন। কিন্তু ঋষভ সেই ভুল করেননি। বরং মেন্টর মহেন্দ্র সিং ধোনির দেখানো পথেই হেঁটেছেন তিনি। রবিবাসরীয় ম্যানচেস্টার থেকে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দল একজন ফিনিশারও পেয়ে গেল। তাঁর নাম ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার অ্য়াডিলেড হোক বা ইংল্যান্ডের ম্যানচেস্টার - সব জায়গাতেই ঋষভ প্রমাণ করছেন এই ভারতীয় দলে তিনি একমাত্র ধোনির যোগ্য শিষ্য। ১১৩ বলে ঋষভ অপরাজিত ১২৫ রান করে। এরমধ্যে ডেভিড উইলির এক ওভারে ২১ রান। যেদিন ঋষভ ব্যাট করেন, সেদিন রোহিত, বিরাটদের কথা আর মনে হয় বিশেষ লেখার প্রয়োজন হবে না। রবিবাসরীয় ম্যানচেস্টার যেন এই রিংটোন সেট করে দিল।
টেস্ট ম্য়াচে সিরিজ জেতা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ইংল্য়ান্ডকে বাগে পেয়েও চুনকাম করা হয়নি। এদিন তাই ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ইংরেজদের ব্য়াট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুমরার বদলে মহম্মদ সিরাজ। পরিবর্তন বলতে এইটুকু। তাতেই শুরু থেকে আক্রমণাত্মক ভারতীয় ক্রিকেটাররা। সিরাজই ঝটকা দেওয়ার কাজ শুরু করেন। তারপর হার্দিকের ম্যাজিক। ২৪ রানে চার উইকেট নিয়ে তাদের মাটিতে ইংরেজ ব্য়াটারদের শেষ করে দেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ৪৫ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ২৫৯ রানে অলআউট বাটলাররা। হার্দিকের চার উইকেটে পাশে উজ্জ্বল যজুবেন্দ্র চাহালের তিন উইকেট।
রানা তাড়া করতে নেমে সেই পুরোন অসুখ। ভিত মজবুত হওয়ার আগেই রোহিত, ধাওয়ান, বিরাটদের বিদায়। রিস টপলেকে সামলাতেই কেঁপে গেলেন এই তিন ভারতীয় ব্য়াটার। যাইহোক এই ম্যাচেও ১৭ বিরাট কোহলি। তবুও, তাঁর উপরেই আস্থা থাকবে অধিনায়ক-সহ টিম ম্যানেজমেন্টের। সূর্যকুমারের পতনের পর হাল ধরেন হার্দিক-ঋষভ। এরপর রবিবারের ম্যানচেস্টারে বাকিটা ইতিহাস।