বুধবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে নতুন সিরিজ। বিশ্বের একনম্বর একদিনের দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটের কারণে এবার সিরিজ থেকে ছিটকে গেলেন ব্যাটার শ্রেয়স আইয়ার। বিসিসিআই জানিয়েছে, পিঠের চোটের কারণে খেলতে পারবেন না শ্রেয়স। তাঁর বদলি হিসাবে দলে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। শ্রেয়স ছিটকে যাওয়ায় কপাল খুলল সূর্য কুমার যাদবের।
বুধবার হায়দরাবাদ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের খেলা হবে রায়পুর এবং ইন্দৌরেও। এছাড়াও এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু দেশ। সেই ম্যাচগুলি হবে রাঁচি, লখনউ এবং আমেদাবাদে।
বিশ্বকাপের আগে চোটের তালিকা বেশ দীর্ঘ হচ্ছে ভারতীয় শিবিরে। ইতিমধ্যেই বাদ যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজারা। দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ। এবার পিঠের ব্যথা আপাতত মাঠ থেকে দূরে রাখল শ্রেয়সকে।