দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়। শেষ ম্যাচে সেঞ্চুরি করে বিদেশের মাটিতে সিরিজ জেতানোর নায়ক সঞ্জু স্যামসন। সঞ্জুর প্রশংসা করলেন অধিনায়ক কে এল রাহুল।
রাহুল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেন, আইপিএলে দুরন্ত পারফর্মার সঞ্জু। কিন্তু দুর্ভাগ্যবশত জাতীয় দলে একাধিক কারণে টপ অর্ডারে খেলতে পারেননি। এবার ওর ব্যাটে বড় রান এল। দেখে ভাল লাগছে।
সঞ্জু স্যামসনের সেঞ্চুরি, রিঙ্কু সিংয়ের দুরন্ত ইনিংস, আর্শদীপের দারুণ বোলিং। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।