অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে নয়া মাইলফলক হিটম্যানের। আন্তর্জাতিক ক্রিকেট সতেরো হাজার রান ছুঁলেন রোহিত শর্মা। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।
রোহিতের আগে এই রেকর্ডের অধিকারী হয়েছেন সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি। যদিও এই ম্যাচে খুব বেশি রান করেননি রোহিত। ৫৮টি বলে মোট ৩৫ রান করেন রোহিত।
আরও পড়ুন - ৩৫ রানে ফিরলেন রোহিত শর্মা, হাফসেঞ্চুরি শুভমান গিলের
নিজের কেরিয়ারে সচিন তেণ্ডুলকর ৩৪,৩৫৭ রান করেন আন্তর্জাতিক ক্রিকেটে। বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৫,০৪৭ রান করেছেন। যদিও শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে এখনও ব্যাট করতে নামেননি তিনি।
রাহুল দ্রাবিড় করেছেন ২৪,০৬৪ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক রান ১৮,৪৩৩। মহেন্দ্র সিং ধোনি করেছেন ১৭,০৯২ রান। এবার এই তালিকায় জুড়লেন রোহিত শর্মা। হিটম্যানের রান ১৭,০১৪।