বাংলাদেশে চোটের কবলে ভারতের তিন ক্রিকেটার। অধিনায়ক রোহিত শর্মা-সহ দীপক চাহার ও নবাগত কুলদীপ সেন তৃতীয় একদিনের ম্য়াচ থেতে ছিটকে গেলেন। বুধবার বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরে একথা জানিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারই রোহিতকে ভারতের পাঠিয়ে দেওয়া হবে। কারণ, মুম্বইয়ে রোহিতকে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপরেই জানা যাবে ভারত অধিনায়কের টেস্ট খেলার ভাগ্য। তাই আগে থেকে রাহুল দ্রাবিড় দাবি করেছেন, এই ব্য়াপারে তিনি নিশ্চিত নন। তবে পরিস্থিতি যা তাতে তৃতীয় একদিনের ম্য়াচে রোহিত শর্মা, দীপক চাহার এবং কুলদীপ সেনকে পাবে না ভারত। বাংলারদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্য়াচে দেশকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। ম্য়াচ শেষে রোহিত শর্মাও জানিয়েছেন, তাঁর বুড়ো আঙুলের হার সরে গিয়েছে।
বুধবার ম্য়াচের দ্বিতীয় ওভারেই চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। মাঠ থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তাঁর হাতে স্ক্যানও হয়। মাঠে ফিরে এলেনও প্রথমে ব্য়াট করতে নামতে পারেননি। শেষ পর্যন্ত ৯ নম্বরে ব্য়াট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন তিনি। অপরাজিতও থাকেন। দীপক চাহার মাত্র তিন ওভার বল করতে পেরেছিলেন। তবে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
আরও দুই সতীর্থের চোটের কথাও বলেছেন রোহিত। চাহার এবং কুলদীপও আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারবেন না। এক সঙ্গে এত জনের চোট লাগায় উদ্বিগ্ন রোহিত। খানিকটা হতাশও।