তিন ফর্মাটের সিরিজ খেলতে সাউথ আফ্রিকা পৌঁছলেন ভারতীয় ক্রিকেটাররা। বুধবার রাতে বেঙ্গালুরু থেকে বিমানে চড়ে বৃহস্পতিবার ভোরে সেখানে পৌঁছন তাঁরা। কিন্তু বিমানবন্দরে নেমেই বাক্স মাথায় নিয়ে দৌড় দিলেন ক্রিকেটাররা। এমনই দৃশ্য দেখা গিয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করা BCCI এর একটি টুইটে। কেন হঠাৎ দৌড়চ্ছেন ক্রিকেটাররা?
ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় ক্রিকেটরদের বিমান সাউথ আফ্রিকায় পৌঁছনোর সময়েই শুরু হয় প্রবল বৃষ্টি। এদিকে টিম বাস দাঁড়িয়ে ছিল একটু দূরে। প্রবল বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথায় ট্রলি চাপিয়েই দৌড় দিতে শুরু করেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, মহম্মদ সিরাজ, শ্রেয়স আয়াররা সাউথ আফ্রিকা পৌঁছে গিয়েছেন। যদিও বিরাট কোহলি এবং রোহিত শর্মারা পরবর্তীতে পৌঁছবেন। ভারতীয় ক্রিকেট টিমের বেঙ্গালুরু থেকে সাউথ আফ্রিকা যাওয়ার একটি ভিডিও আপলোড করা হয়েছে BCCI এর এক্স হ্যান্ডেলে।
এদিকে হোটেলে ভারতীয় টিমের জন্য রাজকীয় অভ্যর্থনা অপেক্ষায় ছিল। স্থানীয় পোশাক পরে ভারতের প্রতিটি টিম মেম্বারকে স্বাগত জানানো হয়।