২০০৭ সালের পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে। ওই টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া।
২০২৫ সালের ২০ জুন প্রথম ম্যাচ। তা দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত চলবে সেই প্রতিযোগিতা। বর্তমানে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তার ফাইনাল রয়েছে ২০২৫ সালে।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে।
আগামী বছরের ২০ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে হেডিংলিতে। দ্বিতীয় ম্যাচ ২ জুলাই। এটির আয়োজন করা হয়েছে এজবাস্টনে। আর ১০ জুলাই তৃতীয় ম্যাচের আয়োজন করা হয়েছে 'হোম অফ ক্রিকেট' লর্ডসে। ২৩ জুলাই থেকে ম্যাচ হবে ওল্ড ট্রাফোর্ডএ। আর ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই ওভালে শেষ হবে ভারতের টেস্ট ম্যাচের পাঁচ সিরিজ।