আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। তার আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন অক্ষর প্যাটেল। জানালেন, রোহিত শর্মার সবচেয়ে বড় গুণ কী।
রোহিতের সম্পর্কে কী বললেন অক্ষর?
অক্ষরের কথায়, বোলারদের শক্তি, দুর্বলতা সম্পর্কে খুব ভাল করে জানেন অধিনায়ক রোহিত শর্মা। সেই কারণেই প্রতিপক্ষকে কাবু করতে কখন কোন বোলারকে ব্যবহার করতে হবে তা খুব ভাল করে বুঝতে পারেন রোহিত। নিজেও প্রস্তুতি নিয়েও মাঠে নামেন তিনি। একইসঙ্গে বোলারদের উপরেও ভরসা রাখেন।
এমনকি অক্ষর বলেন, 'বোলারদের সিদ্ধান্তে রোহিত নাক গলান না। বোলারের সুবিধা মতো তাঁকে ফিল্ডিং সাজাতে দেন রোহিত। ফিল্ডিং সাজানোর দায়িত্ব বোলারদের উপরেই থাকে। একমাত্র যদি বোলাদের পরিকল্পনায় উইকেট না পাওয়া যায়, তখনই রোহিত নিজের মতামত দেন।'
দীর্ঘ ৪৫ দিন বিরতির পর ক্রিকেটে ফিরবে ভারতীয় দল। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। কিন্তু বাংলাদেশও ভাল ফর্মে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ফলে বেশ সজাগ হয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।