আইপিএল শুরুর আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। পিঠের ব্যথা কাবু শ্রেয়স আইয়ারের অস্ত্রোপচার হতে চলেছে। ফলে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভারতীয় ক্রিকেটাররা। তাই আইপিএল থেকে কার্যত ছিটকেই গেলেন কেকেআর-এর অধিনায়ক। বোর্ড সূত্রে খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলেও শ্রেয়সকে হয়তো পাওয়া যাবে না। আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠের ব্যথার জন্য ব্যাট করতে পারেননি শ্রেয়স। বাদ পড়ছিলেন একদিনের দল থেকেও। এবার শোনা যাচ্ছে, তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লন্ডনে হতে পারে এই অস্ত্রোপচার।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজের আগে থেকেই পিঠের ব্যথায় কাবু ছিলেন শ্রেয়স। তাঁকে ফিট করার চেষ্টা চলছিল বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমিতে। নাগপুরে প্রথম টেস্টে খেললনি তিনি। কিন্তু প্রায় জোর করেই তাঁকে দিল্লি টেস্টের দলে রাখা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঝে দুটি টেস্ট খেলার পরেই ফের পিঠের ব্যথা চাগার দেয়। তার জেরে আমেদাবাদে ব্যাটও করতে পারেননি কেকেআর অধিনায়ক।
বোর্ড সূত্রে দাবি করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো শ্রেয়সের অস্ত্রোপচার হতে চলেছে। সম্ভবত লন্ডনে হতে পারে ভারতীয় এই ক্রিকেটারের অস্ত্রোপচার। আর এই অস্ত্রোপচার সফল হলে বেশ কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।