চার নম্বর নয়, দলের স্বার্থে যে কোনও জায়গাতেই তিনি ব্যাট করার জন্য তৈরি। এশিয়া কাপের প্রস্তুতির ফাঁকে একথা জানিয়ে দিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার। পিঠের চোট তাঁকে ক্রিকেট থেকে প্রায় পাঁচ মাস বাইরে রেখেছিল। অবশেষে অস্ত্রোপচার করিয়ে ফের মাঠে ফিরছেন।
বেঙ্গালুরুতে শ্রেয়স জানিয়েছেন, আগের থেকে তিনি এখন অনেকটাই ভাল আছেন। নিজেকে ফিট বলেই মনে করছেন। এশিয়া কাপ তাঁর কাছে সেমিফাইনাল। আসল ফাইনাল ঘরের মাঠে বিশ্বকাপ। যুবরাজ পরবর্তী চার নম্বরে কে ? ভারতীয় ক্রিকেটের অন্দরে এখন এটাই টাটকা আলোচনার বিষয়বস্তু।
আরও পড়ুন : এক নম্বরে পাকিস্তান, বিরাটকে সামলে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন সাদাব
শ্রেয়স জানিয়েছেন, চার নম্বরের পাশাপাশি দলের স্বার্থে যে কোনও জায়গাতেই তিনি ব্যাট করতে আগ্রহী। কারণ, নিজের ব্যাটে রান চান নাইটদের প্রাক্তন অধিনায়ক। দোসরা সেপ্টেম্বর থেকে এশিয়া কাপে অভিযান শুরু ভারতের। ক্যান্ডিতে প্রতিপক্ষ পাকিস্তান।