শেষ ওভারের শেষ বল। নোকিয়ার ব্যাট থেকে বল মিড উইকেটের দিকে যায়। এরপরই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া। মাটিতে শুয়ে পড়ে ঘাসে আঘাত করছেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই যন্ত্রণার রাতের দৃশ্য যেন মনে পড়ে যায় আপামর ক্রিকেটপ্রেমীদের। রিজার্ভ বেঞ্চে বসে সিরাজের চোখেও জল। রোহিত জড়িয়ে ধরলেন বিরাট কোহলিকে। বিরাটও রোহিতের কাঁধে মুখ গুঁজে। চোখ তাঁরও চিকচিক করছে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না কেউই।
অবশেষে সেই মুহূর্ত এল। ২০০৭ সালে পাকিস্তান। ১৭ বছর পর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকা। রোহিতের হাতে যখন ট্রফি এল, সব ক্রিকেটারদের হাত তখন শূন্যে। মুঠো করে ধরে রাখা চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ। T20 ক্রিকেটের ফরম্যাটে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া দেশ, দ্বিতীয় বার এত বছরের অপেক্ষার পর ট্রফি জিতল। ২০২৬ বিশ্বকাপে বিরাট-রোহিত হয়তো থাকবেন না। তবে ধোনি পরবর্তী যুগে নতুন এক প্রজন্মকে শিখিয়ে গেল, এতদিনের অপেক্ষা কখনও মিথ্যে হয়ে যায় না। আর কেরিয়ারে প্রথম T20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকেই বিদায় নিয়ে নিলেন বিরাট। কিং কোহলিকে আর দেখা যাবে না এই ছোট ফরম্যাটে। বিশ্বজয়ের মধ্যেই যেন বেজে উঠল বিষাদের সুর।
তবে শেষ ভাল যার, সব ভাল। ২০১৪-এ ফাইনালে উঠে হার। তারপর ২০১৬ সালে সেমিফাইনালে হার। ২০২২-এও সেমিফাইনাল থেকে বিদায়। ২০২৪-এ সেই মুঠো আলগা হতে দেয়নি রোহিত ব্রিগেড। একটা সময় যখন ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই, আর জয়। T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।