ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে গিয়ে ত্রিনিদাদ থেকে বার্বাডোস যাওয়ার পথে বিমান দেরি করায় বিমানবন্দরেই বসে ছিলেন ভারতীয় দলের সদস্যরা। রাতের যাতায়াত না নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের যেন রাতে কোনও বিমান না দেওয়া হয়।
এদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার রাতে এই সূচি ঘোষণা করেছে বিসিসিআই। তিনটি ওয়ানডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা। বিশ্বকাপের পরের সূচিও ঘোষণা করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নভেম্বরে ঘরের মাঠে ৫টি T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপরই জানুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ ভারতের।
আগামী বছর জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ টেস্ট ম্যাচের সিরিজও খেলবে ভারত। প্রথম টেস্ট হবে হায়দরাবাদ, দ্বিতীয় টেস্ট ভাইজাগ, তৃতীয় টেস্ট হবে রাজকোট, চতুর্থ টেস্ট রাঁচি ও পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়।