ভারতীয় শিবিরে ফের করোনার ধাক্কা। এবার আক্রান্ত স্পিডস্টার মহম্মদ শামি। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সার্ভিস পাচ্ছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার মোহালিতে ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা ছিল শামির। কিন্তু আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে তাঁকে। গত কয়েকটি সিরিজের মতো এবারও কেউ না কেউ সেই করোনার কবলে পড়লেন। এরআগে ইংল্যান্ড সফরে করোনা আক্রান্ত হয়েছিল রবিচন্দ্রণ অশ্বিন। এশিয়া কাপের আগে করোনা কাটিয়ে উঠেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
শনিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলতে মোহালিতে হাজির হয়েছে ভারতীয় দল। কিন্তু করোনা আক্রান্তকে শামিকে আপাতত সাতদিন বাড়িতেই থাকতে হবে। গত বছর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল শামি। তারপর আর তাঁকে এই ফরম্যাটে দেখা যায়নি। ইতিমধ্য়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। প্রথম ১৫ জনের মধ্যে নেই বাংলার এই স্পিডস্টারের নাম। তাঁকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারতীয় দল চেয়েছিল শামিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবার পরখ করতে।
২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সাত দিন নিভৃতবাসে থাকার কারণে এই সিরিজে খেলা হচ্ছে না শামির। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ। আশা করা হচ্ছে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলে ফিরবেন বাংলার পেসার।