গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ শামি। ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এখনও বেশ কয়েকমাস সময় লাগবে তাঁর বাইশ গজে ফিরতে। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বল করতে শুরু করলেন মহম্মদ শামি।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসক নীতীন পটেল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ রজনীকান্তের তত্ত্বাবধানে রয়েছেন ভারতীয় দলের জোরে বোলার শামি।
শোনা যাচ্ছে, মহম্মদ শামি ইতিমধ্যেই বোলিং শুরু করেছেন। তবে, এখনই তিনি লম্বা রান আপ নিয়ে বল করছে না। কারণ বল ছাড়ার সময় তাঁর পুরো কোমর ভাঙছে না। তবে, ধীরে ধীরে উন্নতি করছেন তিনি।