গুজরাট টাইটান্সের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন মহম্মদ শামি। একটি ভিডিওতে তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে সেই বার্তা দিয়েছেন।
পাঞ্জাব কিংসের(Punjab Kings) হয়ে খেলা মহম্মদ শামিকে(Mohammed Shami) এবার নিলামে কিনেছে আইপিএলের(IPL 2022) নতুন দল গুজরাট টাইটান্স(Gujrat Titans)। প্রায় ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ভারতীয় পেসারকে দলে নিয়েছে আমেদাবাদের(Ahmedabad) ফ্র্যাঞ্চাইজি। আর সেই দলের জন্য খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলেই গুজরাটি ভাষায় বার্তা দিয়েছেন মহম্মদ শামি(Mohammed Shami)।
আর পড়ুন- Lucknow Super Giants : আভেশ খানকে ১০ কোটি টাকায় কিনল লখনৌ
ভিডিও বার্তায় শামি বলেন, 'কেমন আছো গুজরাট টাইটান্স? গুজরাটের(Gujrat) হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। নতুন দলে খেলার জন্য মুখিয়ে আছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি এই বছর আপনাদের জন্য আইপিএল(IPL 2022) খুব ভাল যাবে।'
৩১ বছরের এই ভারতীয় পেসার ২০১১ সালে আইপিএলের মঞ্চে নামেন। ২০১৩ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সদস্য থাকার পর ২০১৪ সালে তাঁকে কিনে দিল্লি। ২০১৮ সাল পর্যন্ত দিল্লির হয়ে ৩২ ম্যাচে ২০ উইকেট নেন শামি। এরপর ২০২১ সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে মোট ৪২ ম্যাচে দখল করেন ৫৮ উইকেট।