IPL 2024: শেষ লগ্নে আইপিএল, এবার প্রাপ্তি কারা! দেখে নিন এক ঝলকে

Updated : May 20, 2024 06:30
|
Editorji News Desk

আরও একবার ক্রিকেট ও নির্বাচন পাশাপাশি হাত ধরে হাঁটল। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ও দেশে আয়োজন করা হয় আইপিএল। এবার ভোটের দিনঘোষণার আগে পর্যন্ত কোনও দেশের মাটিতে আইপিএল হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। মনে করা হয়েছিল, এবার দেশের বাইরে আয়োজিত হবে আইপিএল। কিন্তু বোর্ড সচিব জয় শাহ সেই পথে হাঁটেননি। লোকসভা ভোটের সূচি অনুযায়ী সাজিয়ে নির্বাচন ও আইপিএল চলল পাশাপাশি। এবারের মতো শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে আইপিএল। আইপিএল প্লে -অফের আগে এক ঝলকে দেখে নিন কেমন ছিল এবার মরশুম। এই আইপিএলে নতুন প্রাপ্তি কী! কারা উঠে এলেন নতুন তারকা হিসেবে। নতুন নিয়ম কতটা প্রভাব ফেলতে পারল!

মায়াঙ্ক যাদব

এবার আইপিএলে সেনসেশনের নতুন নাম মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টস টিম তাঁকে আগেই কিনেছিল। কিন্তু গত মরশুমে মায়াঙ্ক প্রথম একাদশে সুযোগ পাননি। এবার আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক করেন ২১ বছরের এই পেসারের। সেই ম্যাচে তাঁর বলের গতি ছিল ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। পরের ম্যাচে তাঁর সর্বোচ্চ গতিবেগ ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই আইপিএল আচমকা খুঁজে পায় নতুন তারকাকে। ইয়ান বিশপ জানান, "চাইল্ড অফ দ্য উইন্ড"। ডেল স্টেইন লেখেন, "এটাই সিরিয়াস বল।" মায়াঙ্কের প্রশংসা হয় সব মহলে। কিন্তু আচমকা চোট পেয়ে সব শেষ হয়ে যায়। মে মাসের শুরুতে হঠাৎ ডান হাতে চোট পান মায়াঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচই তাঁর এবার আইপিএলে শেষ ম্যাচ। এবার আর গোটা মরশুম খেলতে পারেননি মায়াঙ্ক। 

ঋষভ পন্থের কামব্যাক

আইপিএলের ইতিহাসে ঋষভের কামব্যাক অন্যরকম। ভয়াবহ দুর্ঘটনায় মুখোমুখি হন ভারতীয় টিমের উইকেট কিপার। সেই পন্থ একবছরের মধ্যে সুস্থ হয়ে আইপিএলে মাঠে নামলেন প্রথমবার। তিনি এখন সম্পূর্ণ ফিট। গোটা আইপিএল চুটিয়ে খেললেন। তাঁর ব্যাটে এল বড় রানও। এবার T20 বিশ্বকাপে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। তাই পন্থের কামব্য়াক এবার আইপিএলের অন্যতম ঘটনা। 


গম্ভীর-বিরাটের বন্ধুত্ব

গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে এই দুই নাম মানেই মাঠে ও মাঠের বাইরে অবিশ্বাস্য লড়াই। কিন্তু এবার আইপিএল অন্য ছবি দেখল। চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার বিরাটের সঙ্গে হাত মেলাতে দেখা যায় গম্ভীরকে। ইডেনেও একই মঞ্চে দেখা যায় দুই তারকাকে। ম্যাচের আগের দিন দেখা যায় দুই তারকাকে। ম্যাচের পরেও পাশাপাশি আসেন গম্ভীর ও বিরাট। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্লে-অফে উঠেছে দুই টিমই। ফের দেখা হতে পারে গম্ভীর ও বিরাটের সঙ্গে। 

হার্দিক-রোহিত

এবার আইপিএলে আরও একটি বিতর্কের নাম হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা। গুজরাত টাইটান্সের নেতৃত্ব ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। ট্রেডে ক্যামেরুন গ্রিনকে ছেড়ে হার্দিককে টিমে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবার আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরায় টিম ম্যানেজমেন্ট। তাতে ক্ষোভে ফেটে পড়েন আপামর ক্রিকেট অনুরাগীরা। রোহিত শর্মার অনুরাগীরা মাঠজুড়ে স্লোগান দেন। দলকে নেতৃত্ব দেওয়াই মুশকিল হয়ে যায় হার্দিকের। রোহিত পাশেও দাঁড়ান হার্দিকের। তাতে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। হার্দিকের পাশে দাঁড়ান অনেক টিম অফিসিয়াল ও প্রাক্তনীরাও। হার্দিক পান্ডিয়ার আচরণ নিয়ে চরম সমালোচনা চলে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাতে যোগ হয়, আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্স। 

সল্ট-নারিন জুটি

এবার আইপিএলের মিনি নিলামে অবিক্রীত ছিলেন ফিল সল্ট। কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনেনি। শেষ পর্যন্ত ফিল সল্টকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবার কেকেআর টিমের মেন্টর হিসেবে যোগ দেন গৌতম গম্ভীর। গম্ভীরের কলকাতায় কামব্যাকে অন্য রূপে দেখা যায় কলকাতাকে। ছন্দে ফেরেন দীর্ঘদিন ফর্মে না থাকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। প্রত্যেক ম্যাচে ওপেনিংয়ে টিমকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ফিল সল্ট ও সুনীল নারিন। তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলাররা ছন্দ হারিয়েছে বারবার। আইপিএল প্লে-অফে সল্টের না থাকা কলকাতার কাছে চাপের। প্লে-অফে কেকেআরে নারিনের সঙ্গে ওপেন করবেন আফগান ক্রিকেটার রহমাতুল্লা গুরবাজ।   

আইপিএলের নিয়ম নিয়ে বিতর্ক

এবার আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অন্যতম বিতর্ক। অনেক ক্রিকেটারই এই নিয়ম নিয়ে প্রতিবাদ করেছেন। ইমপ্যাক্ট প্লেয়ার-এর নিয়ম কি গেমচেঞ্জার হল! নাকি এই নিয়মের ফলে ক্রিকেট সৌন্দর্য হারাচ্ছে। তবে এবার আইপিএলে বোলাররা  দুটি বাউন্সারের নিয়মে অনেকটাই সুবিধা পেয়েছেন। এবার অনেক অধিনায়কের স্লো-ওভার রেটের জন্য জরিমানা হয়েছে। এবার চালু হয়েছে একটি নিয়ম। একটি ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। এই নিয়মের ফলেই প্রত্যেক ম্যাচেই জরিমানার মুখে অনেক অধিনায়ক।   

Indian Premier League

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!